কোন ডে কেয়ার সেন্টারটি বেছে নেবেন
বাচ্চার জন্য সঠিক ডে কেয়ার সেন্টার নির্বাচন করা একটু কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার। বাচ্চা জন্মের আগে থেকেই ভালো ডে কেয়ার সেন্টার খুঁজতে থাকা জরুরি। একজন বাবা-মায়ের অভিজ্ঞতার আলোকে কিভাবে সন্তানের জন্য ভালো ডে কেয়ার সেন্টার খুঁজতে পাওয়া যায় তার জন্য কিছু পরামর্শ অনুসরণ করতে পারেন।
আপনার সঙ্গীর সাথে কথা বলুন:
শুরুতেই আপনার মনে কী আছে বা কী ধরনের পরিকল্পনা আপনি করতে চান তা আপনার সঙ্গীর সাথে আলোচনা করুন। নবজাতককে একদম নতুন একটা জায়গায় রেখে কাজ করতে গেলে আপনি নিজেও চিন্তিত থাকবেন এটাই স্বাভাবিক। আপনাদের দুজনকেই আলোচনা করে বের করতে হবে বাচ্চার জন্য সবচেয়ে ভালো কী হবে। আলোচনার মাধ্যমেই আপনারা সন্তানের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নিতে পারবেন।
ডে কেয়ার সেন্টারগুলো একে একে দেখতে থাকুন:
আপনাদের বাসার আশে পাশে যে ডে কেয়ার সেন্টারগুলো আছে সেগুলো আপনি এবং আপনার সঙ্গী মিলে দেখতে যান। আপনাদের নির্বাচনের মানদন্ড অনুযায়ী এক একটি সেন্টারকে নম্বর দিন। এভাবে আপনি প্রত্যেকটা ডে কেয়ার সেন্টার ঘুরে দেখতে পারেন এবং মূল্যায়ন করতে পারেন।
পটভূমি পরীক্ষা করুন:
সবগুলো ডে কেয়ার সেন্টার দেখা হয়ে গেলে এর ভিতর থেকে দুই বা তিনটা সেন্টার নির্বাচন করুন। এবার এই সেন্টারগুলোর কার্যক্রম ভালো করে পরীক্ষা করুন। অন্যান্য কর্মজীবী বাবা-মায়েদের কাছে এই ডে কেয়ার সেন্টারগুলো সম্পর্কে জিজ্ঞাসা করুন। এতে করে এই সেন্টারগুলোর কোনো খারাপ কাজ থেকে থাকলে তা সম্পর্কে আপনারা অবহিত থাকবেন। দেশে বাচ্চাদের ডে কেয়ার সেন্টার সম্পর্কে কোনো আইন থাকলে সেগুলো ভালো করে জানুন। যে সেন্টার গুলো নির্বাচন করেছেন সেগুলো এই আইন অনুসরণ করে কি না তা ভালোভাবে যাচাই করুন। ডে কেয়ার সেন্টারগুলি কোনো প্রশংসাপত্র পেয়েছে কি না খোঁজ নিন। এটা একটি ডে কেয়ার সেন্টারের গুণগত মান যাচাই করার বেশ ভালো একটি উপায়।
হঠাৎ করেই দেখতে যান:
আপনার বাচ্চাকে ডে কেয়ারে দেয়ার পর তাকে মাঝে মাঝেই হঠাৎ করে দেখতে যান। আপনার সন্তান যখন দুষ্টুমি করছে, ঠিক সময়ে খেতে বা ঘুমাতে চাইছে না তখন তারা আপনার বাচ্চাকে কিভাবে সামলাচ্ছে সেটা দেখার চেষ্টা করুন। যদি ডে কেয়ার সেন্টারে সিসিটিভি থাকে তাহলে তাদের কাছে সিসিটিভি থেকে সরাসরি আপনার বাচ্চা কখন কি করছে তার ভিডিও দেখতে পারেন।
ডে কেয়ার সেন্টার নির্বাচন না করার মানদন্ডগুলো:
একটি ডে কেয়ার সেন্টার নির্বাচন করার যেমন অনেক কারণ রয়েছে, তেমনি সেটা ছেড়ে দেয়ারও অনেক কারণ রয়েছে। একটি ডে কেয়ার সেন্টার কোন ধরনের কাজগুলো করলে আপনি সেখানে আর আপনার বাচ্চাকে রাখবেন না সেই তালিকা আগেই তৈরী করে রাখুন। যেমন আপনি যদি বুঝতে পারেন আপনার শিশু টানা এক সপ্তাহ ডে কেয়ারে যেতে চাইছে না তাহলে সেখানে আপনার শিশুকে আর পাঠানো উচিত হবে না। বা যদি দেখেন যে আপনার শিশুকে দেখাশোনা করার দায়ভার যার ওপর, সে আপনার শিশুর সাথে খারাপ আচরণ করছে তাহলে সাথে সাথেই সেই ডে কেয়ার সেন্টার থেকে বাচ্চাকে নিয়ে আসুন এবং অন্য কোনো ডে কেয়ারে দিন।
রেফারেন্স:
- https://www.whattoexpect.com/first-year/daycare
- https://www.parents.com/baby/childcare/basics/8-tips-for-choosing-child-care/
- https://www.webmd.com/baby/choosing-child-care#2