প্রাপ্তবয়স্কদের জন্য বেবি কেয়ার পণ্যগুলির ৫ টি অনন্য ব্যবহার!
সাধারণত শিশুদের ত্বকের যত্নের জন্য যেসব পণ্য ব্যবহার করা হয় সেগুলো বয়সের কথা মাথায় রেখে সংবেদনশীল ত্বকের জন্য প্রস্তুত করা হয়। তবে শিশুদের এসব পণ্য প্রাপ্তবয়স্করাও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারে।
বেবি লোশন:
বেবি লোশন সাধারণত শিশুদের ত্বকে ব্যবহার করা হয় বলে খুব মাইল্ড হয়। যাদের ত্বক সেনসিটিভ, তারা চাইলেই অন্য কোনো বডি ময়েশ্চারাইজার ব্যবহার না করে বেবি লোশনই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যালার্জির জন্য যেসব বেবি লোশন তৈরি করা হয় সেগুলো কোমল ত্বকের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। আপনার সংবেদনশীল ত্বক থাকলে এই লোশন আপনার ত্বকের প্রতিদিনের যত্নে ভালো একটা সংযোজন হতে পারে। এতে করে আপনার ত্বক নরম ও কোমল হয়ে উঠবে এবং বেবি লোশনের মিষ্টি সুবাস আপনাকে একটা সতেজ অনুভুতি এনে দেবে। এছাড়া ঝটপট মেকাপ করতে চাইলে সামান্য ফাউন্ডেশনের সাথে অল্প পরিমাণ বেবি লোশন মিশিয়ে ডিআইওয়াই বিবি ক্রিম বানিয়ে মুখে লাগিয়ে নিলেই আপনি পাবেন তাৎক্ষণিক উজ্জ্বলতা।
বেবি পাউডার:
বেবি পাউডারের অনেক ধরনের ব্যবহারই রয়েছে। গরমে ঘাম এবং চুলকানি থেকে মুক্তি পেতে বেবি পাউডার দারুণ কার্যকরী একটি জিনিস। গরমে শরীরে কাপড়ের ঘষা লেগে অনেক সময় চামড়া উঠে যায়। এ ধরনের সমস্যায় বেবি পাউডার ব্যবহার করা অনেক বেশি কার্যকরী। তাছারা বেবি পাউডারের সুগন্ধ আপনার ভিতর একটি সতেজ অনুভুতি এনে দেয়।
এছাড়া বেবি পাউডার ড্রাই শ্যাম্পু হিসেবে দারুণ কাজ করে। বাইরে বের হওয়ার আগে চিরুণিতে সামান্য বেবি পাউডার লাগিয়ে চুল আঁচড়ে নিলেই চুল সেট হয়ে যাবে এবং ড্রাই শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন হবে না।
বেবি অয়েল:
বেবি অয়েল খুবই কার্যকরী একটা অয়েল-বেসড ক্লিন্সার যেটা সহজেই মেকআপ তুলে ফেলতে পারে এবং মুখকেও পরিষ্কার রাখে। বিশেষ করে আই মেকাপের জন্য অন্য কোনো কেমিকেলযুক্ত মেকাপ রিমুভার ব্যবহার না করে অনেকেই বেবি অয়েল ব্যবহার করে থাকেন। বেবি ওয়েল বেবি-সেইফ ফর্মুলাতে তৈরী বলে চোখের চারিপাশের নরম জায়গায় লাগালেও কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে না। কটন প্যাডে কয়েক ফোঁটা বেবি অয়েল লাগিয়ে চোখের চারিপাশে থেকে খুব সহজেই সমস্ত মেকাপ তুলে ফেলা যায়। মুখের মেকাপও একই উপায়ে তুলে ফেলা সম্ভব।
বেবি শ্যাম্পু:
সেনসিটিভ মাথার ত্বকের জন্য রাসায়নিক কেমিকেলযুক্ত শ্যাম্পু ব্যবহার না করে বেবি শ্যাম্পু ব্যবহার করেন অনেকেই। চুলের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে বেবি শ্যাম্পু দারুণ কাজ করে। তাছাড়া মেকাপ ব্রাশ পরিষ্কার করতে বেবি শ্যাম্পু ব্যবহার করা যায়। মেকাপ ব্রাশ যেহেতু মুখের ত্বকে বারবার ব্যবহৃত হয়, কাজেই এটা ধোয়ার জন্য কোনোরকম রাসায়নিক পদার্থ যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা উচিত না। বেবি শ্যাম্পু পানিতে গুলিয়ে তাতে মেকাপ ব্রাশ ভিজিয়ে ভালো করে ডলে ধুয়ে নিলেই ব্রাশ আগের মতো পরিস্কার হয়ে ব্যবহারের উপযোগী হয়ে যাবে।
বেবি ওয়াইপস:
বড়রা বেবি ওয়াইপস সবচেয়ে বেশি ব্যবহার করেন মেকাপ রিমুভের ক্ষেত্রে। মুখের ত্বক খুব নাজুক এবং সংবেদনশীল হয়, একদম শিশুদের মতৈ নরম ও কোমল। তাই ত্বকের কোনো ক্ষতি যেন না হয়, সেজন্য মেকাপ রিমুভের ক্ষেত্রে বেবি ওয়াইপস দিয়ে খুব সহজেই মুখের মেকাপ তুলে ফেলা যায়। তাছাড়া চটজলদি বাইরে মুখের কোনো মেকাপ নষ্ট হয়ে গেলে সেটা বেবি ওয়াইপস দিয়ে তুলে ফেলে আবার টাচ আপ করে নেয়া যায়।
বেবি প্রোডাক্টস দিয়ে বড়রা চাইলেই দারুণ সব লাইফ-হ্যাক ও বিউটি-হ্যাক করে নিতে পারেন। বেবি প্রোডাক্টস ব্যবহারে ত্বক ভালো থাকবে ও কেমিক্যাল ফ্রি থাকবে।