a
Sorry, no posts matched your criteria.
My Bookmark Category
  • Please login to view Category

বাচ্চার পায়খানা: ১০১

JFB Bookmark(0)

No account yet? Register

শিশুর স্বাস্থ্য ভালো আছে না খারাপ আছে এটা অনেক সময় শিশুর পায়খানা পরীক্ষা করলে বোঝা যায়। যেমন, পায়খানা দেখে আপনি বুঝতে পারবেন শিশু দুধ বেশি খাচ্ছে না কম খাচ্ছে, শিশুর কোষ্ঠকাঠিন্য হয়েছে কি না, ডায়রিয়া বা অন্য কোনো মারাত্মক রোগে ভুগছে কি না। বয়স্ক মানুষদের পায়খানার সাথে শিশুর মলের পার্থক্য আছে। এ কারণে অনেক সময় আপনি হয়তো বুঝতে পারেন না শিশুর স্বাভাবিক পায়খানা হচ্ছে কি না।

নবজাতকের প্রথম পায়খানা: মেকোনিয়াম

নবজাতকের একদম প্রথম পায়খানা কালো রঙের এবং চিটচিটে হয়। এটাকে মেকোনিয়াম বলে। এটা অসম্ভব চিটচিটে হয়। তবে এটা দেখে শঙ্কিত হবার কিছু নেই। গর্ভাশয়ে থাকা অবস্থায় যেসব পদার্থ তার শরীরে ছিলো সেগুলো এবং এমনিওটিক ফ্লুয়িড এর কারণে কালো রঙের পায়খানা করে। এ ধরনের পায়খানা হওয়া মানে শিশুর হজম শক্তি ভালো আছে।

প্রথম সপ্তাহে পায়খানার অবস্থা: সবুজ বর্ণ

প্রথম দিন মেকোনিয়াম জাতীয় পায়খানার পর শিশুর পাচনতন্ত্রে কিছু পরিবর্তন আসে। এ সময় শিশুর পায়খার রঙ হয় গাঢ় সবুজ। নবজাতক জন্মের দ্বিতীয় দিনে তার অন্ত্রে ২ বার পরিবর্তন আসে। তৃতীয় দিনে তিনবার পরিবর্তন আসে এবং এভাবে ৫ দিন পর্যন্ত চলে।

বুকের দুধ খাওয়া শিশুদের পায়খানার ধরন: সর্দির মতো ঘন, হলুদ, সবুজ বা বাদামী রঙের পায়খানা

বুকের দুধ খাওয়া সুস্থ শিশুরা দিনে বেশ কয়েকবার পায়খানা করে। তাদের পায়খানার রঙ সাধারণত হলুদ হয় এবং সর্দির মতো ঘন হয়। এতে কোনো দুর্গন্ধ থাকে না। তবে পায়খানায় মাঝে মাঝে ছোটো ছোটো কণিকা পাওয়া যায়। দু’মাস বয়স হবার পর, সারাদিনে পায়খানা করার পরিমাণ কমে আসে। তখন দিনে দু’বার তারা মলত্যাগ করে। অনেক বাচ্চা আছে কয়েক দিন টানা পায়খানা করে না, তবে এটাও খুব স্বাভাবিক একটা ঘটনা।

কৌটার দুধ খাওয়া শিশুদের পায়খানার ধরন: ঘন হলুদ বা বাদামী রঙের পায়খানা

কৌটার দুধ খাওয়া শিশুরা সাধারণত বুকের দুধ খাওয়া শিশুদের তুলনায় দিনে কম পায়খানা করে। তবে যখন করে তখন পরিমাণে বেশি থাকে। এই শিশুদের পায়খানার ঘনত্ব বেশি থাকে এবং দুর্গন্ধযুক্ত হয়।

ডায়রিয়া: সর্দির মতো ঘন, মিউকাসের মতো সবুজাভ রঙ

বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হলে পায়খানার রঙ সাধারণত সবুজাভ বর্ণের  এবং সাধারণ সময়ের চেয়ে তরল হয়। বাচ্চার ডায়রিয়া হলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ বাচ্চা পানিশূন্যতায় ভুগতে পারে এবং এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসা প্রয়োজন হতে পারে।

 

 

রেফারেন্স: 

  1. https://www.babycentre.co.uk/baby-poo-photos
  2. https://www.webmd.com/parenting/baby/features/truth-about-baby-poop#3
  3. https://www.whattoexpect.com/first-year/health-and-safety/newborn-infant-baby-poop/
  4. https://www.unitypoint.org/blankchildrens/article.aspx?id=40567710-74c7-4ef2-a040-847be9fbd35a
POST A COMMENT

Copyright © 2021 Marico. All Rights Reserved.