শিশুদের ত্বকের যত্নে যে উপাদানগুলো আপনার না হলেই নয়
শিশুর ত্বক সহজাতভাবে নাজুক ও সংবেদনশীল হয়। তাপমাত্রা ও পরিবেশগত পরিবর্তনের জন্য শিশুর ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ, র্যাশ, এলার্জির সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। তাই আপনার ছোট্ট সোনামণির ত্বকের জন্য চাই বিশেষ একটা রুটিন যেটা সব ধরনের ক্ষতি থেকে তাকে রক্ষা করবে।
শিশুর ত্বকের যত্নে সবসময়ই এমন পণ্য ব্যবহার করা উচিত যাতে প্রাকৃতিক উপাদানের গুণ আছে । শিশুর কোমল ত্বকে কেমিক্যালযুক্ত ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার না করাই উচিত।
শিশুর ত্বকে নিয়মিত যত্ন না করলেও শিশুর ত্বকের প্রাকৃতিক কোমলতা হারায়। তাই বাবা মাকে পণ্যের ক্ষেত্রে এমন একটা ভারসাম্য রাখা উচিত যেটা নিরাপদ এবং কোনো ক্ষতিও করবে না। সেই সঙ্গে কিছু কিছু বিষয় বাবা-মা হিসেবে মেনে চলা জরুরি। যেমন, শিশুকে নিয়ম মেনে গোসল করানো, পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, সুতি কাপড় পরানো এবং ত্বকের আর্দ্রতা ও পানির পরিমাণ বজায় রাখা।
শিশুর নিরাপদ ত্বক নিশ্চিত করার জন্য কিছু পণ্য ব্যবহার করা উচিত । এখানে আমাদের নির্বাচিত কিছু পণ্য…
বেবি লোশন:
শিশুর ত্বকের সংবেদনশীলতা বজায় রাখতে শিশুর ত্বক নিয়মিত ময়েশ্চারাইজ করতে হবে। কেমিক্যালযুক্ত ক্ষতিকর পণ্য ব্যবহারে শিশুর ত্বকে র্যাশের মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য নিরাপদ পণ্য ব্যবহার করা জরুরি। এছাড়া ত্বক শুষ্ক ও খসখসে হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই প্রতিদিন গোসলের পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিতভাবে শিশুর ত্বকে বেবি লোশন ব্যবহার করতে হবে যাতে করে ত্বকের ময়েশ্চারের পরিমাণ ঠিক থাকে। এক্ষেত্রে শিশুর ত্বকের জন্য Parachute Just for Baby Lotion একটি দারুণ লোশন। এটি অলিভ এবং আমন্ডের প্রাকৃতিক গুণে তৈরি বলে শিশুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে করে তোলে মোলায়েম। তাছাড়া ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় এই লোশনটি শিশুর ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। সেজন্য ভিটামিন ই সমৃদ্ধ কোনো লোশন আপনি বেছে নিতে পারেন।
বেবি পাউডার:
শিশুর ত্বকের যত্নে আরেকটি জরুরি জিনিস হলো বেবি পাউডার। বিশেষ করে গরমকালে শিশু যখন ঘেমে যায় তখন শিশুর শরীরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার জন্য বেবি পাউডার খুবই কার্যকর। প্রতিদিন গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে শিশুর গলায়, পিঠে, বুকে বেবি পাউডার ব্যবহার করুন। তবে বেবি পাউডার কেনার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যেনো সেটা নিরাপদ উপাদান দিয়ে তৈরি হয়। Parachute Just for Baby Powder শিশুর ত্বকের যত্নে একটি নিরাপদ বেবি পাউডার। এই রেঞ্জের অন্য সব প্রোডাক্টের মতো এটাও শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি। এটি অ্যালমন্ড ও নিমের উপাদানের সমৃদ্ধ যেটা গরমকালে শিশুকে সতেজ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।
বেবি সোপ:
শিশুর ত্বকে অতিরিক্ত ধুলা-বালি বা ময়লা জমে গেলে সেখান থেকে নানাধরনের সংক্রমণ দেখা দিতে পারে। তাই নিয়মিত ত্বক পরিষ্কারের জন্য সাবান ব্যবহার করা উচিত। প্রাপ্তবয়স্কদের সাবান বাচ্চার কোমল ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি বেবি সোপ সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। Parachute Just for Baby Soap এই কাজটা করতে পারে। এটা প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ও নিরাপদ উপাদানে তৈরি বলে শিশুর ত্বকে কোনো ক্ষতি করে না।
বেবি ওয়াশ:
বেবি সোপ ছাড়াও লিকুইড বেবি ওয়াশ শিশুর ত্বকের যত্নে ব্যবহার করা বেশ সুবিধাজনক। শিশুর পা থেকে মাথা পর্যন্ত বেবি ওয়াশ দিয়ে পরিষ্কার করা যায়। তাছাড়া এটি শিশুর মাথার ত্বক পরিষ্কারেও ব্যবহার করা যায়। Parachute Just for Baby Wash এই পণ্যটি নিরাপদ শিশু উপাদানে তৈরি ও সেফ কসমেটিকস অস্ট্রেলিয়া থেকে নিরাপদ ছাড়পত্র পাওয়া। এটি নো টিয়ার্স ফর্মুলা- তে তৈরি তাই শিশুর চোখ জ্বলার কোনো সম্ভাবনা নেই।
বেবি অয়েল:
নিয়মিত অয়েল মাসাজ শিশুদের শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখা আর হাড় গঠনে সাহায্য করে। বিশেষ করে শিশুর ত্বকে রক্ত সঞ্চালন ঠিক রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে গোসলের আগে তেল মালিশ খুবই উপকারি। Just for Baby Oil কোমল ধরনের অয়েল বলে মাসাজের সাথে সাথেই শিশুর ত্বকের গভীরে মিশে যায় এবং পুষ্টি যোগায়। এছাড়া এই বেবি অয়েলে রয়েছে ভিটামিন ই যা নিয়মিত মালিশ করলে শিশুর হাড়ের গঠনে সাহায্য করে।
র্যাশ ক্রিম:
শিশুর ত্বকে ডায়পার র্যাশ খুবই কমন একটা ব্যাপার। ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে অথবা ডায়পার ভিজে থাকলে সাধারণত এটা হয়ে থাকে। ডায়পার র্যাশ প্রতিরোধে আপনার শিশুর ডায়পার পরার জায়গা পরিষ্কার রাখতে হবে । এরপর ব্যবহার করতে হবে ডায়পার র্যাশ ক্রিম প্রতি ডায়পার বদলের আগে ।Parachute Just for Baby Rash Cream নিরাপদ উপাদানে তৈরি তাই শিশুর ত্বকে কোনো সমস্যা করে না। এই ক্রিমটি শিশুর ডায়পার পরার জায়গায় চুলকানি, জ্বালাপোড়া ইত্যাদিও দূর করে। তাছাড়া শিশুর ত্বকের শুষ্কভাব দূর করে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।
ফেস ক্রিম
শিশুর ত্বকের নরমভাব বজায় রাখতে বেবি ফেস ক্রিম হতে পারে আপনার প্রয়োজনীয় একটি পণ্য। শিশুর মুখ একটু বেশি সংবেদনশীল, সেটার জন্য তাই আপনার বিশেষ যত্ন নিতে হবে । Parachute Just for Baby Face Cream শিশুর কোমল ত্বকের যত্নে অলিভ অয়েল ও আলমন্ড মিল্কের মতো প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ ফেস ক্রিম, যা আপনার শিশুর ত্বকের বাড়তি যত্ন নিতে সাহায্য করে।বাজারে শিশুদের জন্য নানা ধরনের পণ্য পাওয়া যায়। তবে সতর্কতার সাথে পণ্য বাছাই করা উচিত। এছাড়া শিশুর ত্বকে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী পণ্য ব্যবহার করুন।