আপনার শিশু এই মুহুর্তে যে সব ত্বকের সমস্যার সম্মুখীন হতে পারে
“শিশুর মতো নরম ও কোমল ত্বক”- এই কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। কথাটা যদিও সত্যি কিন্তু এটাও ঠিক যে শিশুর ত্বকেও বড়দের মতোই যত্ন নিতে হয়। আপনার শিশুর বয়স যখন ৭-১২ মাস তখন তার ত্বকের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনাকে এ সময় অতিরিক্ত সচেতন থাকতে হবে। এ সময় ডাক্তারের পরামর্শ নিন এবং ত্বকের যত্নে কিছু রুটিন মেনে চলুন। এতে করে আপনার শিশুর ত্বক তার পুরোনো কোমলতা ফিরে পাবে।
শিশুদের ব্রণ:
শিশুর শরীরে হোয়াইটহেডস ও ছোটো ছোটো লাল দানা হওয়া খুব সাধারণ একটা ব্যাপার। শিশুর শরীরে পুঁজের সংক্রমণ থেকেও ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যে কোনো র্যাশে প্রতিদিন মালিশ করলে সেটা আস্তে আস্তে মিলিয়ে যায়। শিশুর ব্রণ নিয়েও চিন্তার কিছু নেই। কিন্তু শিশুর ত্বক ভালোভাবে পরিষ্কার রাখুন এবং যে কোনো কঠিন স্পর্শের বাইরে রাখুন।
একজিমা:
শিশুর ত্বকে একজিমাও একটি খুব সাধারণ রোগ তবে এটা হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। শরীরের বিভিন্ন অংশে শক্ত, শুষ্ক ও লাল রঙের দাগ দিয়েই একজিমার শুরু হয়। একজিমা হলে অবশ্যই বাবা-মা কে শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। গুরুতর অবস্থায় পৌঁছে গেলে ডাক্তার মলম জাতীয় ওষুধ ব্যবহার করতে দেবেন।
ক্র্যাডল ক্যাপ:
শিশুর মাথার ত্বকে ক্র্যাডল ক্যাপ হতে পারে যার ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। বাচ্চাদের জন্য এটা খুব সাধারণ একটা রোগ। মাথায় তেল মালিশ করেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলেও অনেক সময় মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। তাই প্রতিবার শ্যাম্পু ব্যবহার করার আগের বারের সাথে যথেষ্ট ব্যবধান রাখতে হবে।
গরমকালে র্যাশ ওঠা:
গরম ও আর্দ্র আবহাওয়ায় শিশুর কাঁধে এবং ঘাড়ে র্যাশ দেখা দেয়। প্রথমে ছোটো ছোটো লাল রঙের ফুসকুড়ি ঘাড়ে এবং পিঠে দেখা দেয়, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। গরমকালে ঘামের কারণে এই র্যাশ শিশুর শরীরে দেখা দেয়। র্যাশ থেকে সুরক্ষা পেতে আপনার শিশুর শরীর ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নরম সুতির পোশাক পরান।
তথ্যসূত্রঃ
- https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2528704/
- https://www.webmd.com/parenting/baby/ss/slideshow-baby-strange-facts
- https://www.momjunction.com/articles/most-helpful-tips-to-keep-your-babys-skin-healthy_00293/#gref