আমার বাবুর বয়স আগামি মাসে ১ বৎসর হবে। জানতে চাচ্ছিলাম তাকে আর কতদিন বুকের দুধ খাওয়ানো উচিত?
তা একান্তই আপনার উপর নির্ভর করছে। বাচ্চার জন্মের পর থেকে ৬ মাস শুধু বুকের দুধ খাওয়াতে হয়। যেহেতু আপনার বাবু শীঘ্রই ১ বছরে পা দিবে, আপনি চাইলে এর পর থেকে আস্তে আস্তে বুকের দুধ ছাড়ানোর অভ্যাস করাতে পারেন। তবে এর আগে কোনভাবেই না।